স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে চাঞ্চল্যকর স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৭ আগস্ট বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।
গ্রেফতাররা হলেন- সোহাগ মণ্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৮ আগস্ট ভোরে ঘাটাইলের চকপাকুটিয়ার স্বর্ণকার অমল বণিকের বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অস্ত্রসজ্জিত ১০–১২ জন ডাকাত বাড়িতে প্রবেশ করে অমলের মা কৃষ্ণা রাণী ও স্ত্রীকে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইল ফোনসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে।
এসময় বাধা দিলে ডাকাতরা অমল বণিককে ধারালো ছোরা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে ডাকাতরা আতঙ্ক সৃষ্টির জন্য পটকা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর অমল বণিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রথমে ডিবি পুলিশ কালিয়াকৈরের সফিপুর থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মণ্ডলকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করে। আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার তথ্যের ভিত্তিতে মূলহোতা মিন্টুসহ অপর আসামিদের গাজীপুর ও নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে লুণ্ঠিত ৫ রতি স্বর্ণ, ৩৪ ভরি রূপা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে আন্তঃজেলা ডাকাতি করে আসছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available