লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেছে। লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর মৌজায় ইজারা প্রাপ্ত হলেও তারা মোল্লা ট্রেডার্স নিয়ম-নীতির তোয়াক্কা না করে লালপুর মৌজার চর জাজিরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।
সেনাবাহিনী সূত্র জানায়, চর জাজিরা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে বালু উত্তোলন করায় লালপুর শহরসহ আশপাশের এলাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী লালপুর ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করলে সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনরতদের হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া ভেড়ামারার মসলেমপুর গ্রামের মো. মাসুম শেখ(২৩), পিতা মো. শমাল হোসেন; মো. আদিল শেখ(৩৩), পিতা মো. আলম শেখ এবং মো. জাহিদুল ইসলাম(২৯), পিতা মো. জব্বার প্রামাণিক।
আটক ব্যক্তিদের পুলিশি কার্যক্রমের জন্য লালপুর থানায় প্রেরণ করা হয়েছে।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশ, কৃষিজমি ও নদীভাঙনের জন্য মারাত্মক হুমকি। সরকার নির্ধারিত নিয়ম ও ইজারা ব্যতীত যে কোনো ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available