নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ১৫ মে সোমবারের চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৩ মে শনিবার বিকেলে ৬ শিক্ষাবোর্ডের পরিক্ষা একযোগে স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার । এর আগে ১৪ মে রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডের ১৩ ও ১৪ মে তারিখের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ আদেশে আরও বলা হয়েছে, ২ দিন অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
এর আগে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল , বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১৪ মে রোববারে অনুষ্ঠিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available