• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০২:১৯:৫৪ (11-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০২:১৯:৫৪ (11-Jun-2023)
  • - ৩৩° সে:

জাতীয়

সংবিধান অনুসারেই বাংলাদেশে নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

১০ই মে ২০২৩ বিকাল ০৪:১৯:৫৪

সংবিধান অনুসারেই বাংলাদেশে নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুসারেই বাংলাদেশে নির্বাচন হবে এবং সে নির্বাচনের সময় বর্তমান সরকারই থাকবে। তারা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। আর নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা।

বিএনপি নির্বাচনে আসবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ১০ মে বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জন করলে তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না।

এসময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনকালীন সরকার নিয়ে মন্তব্য করেছেন । যা কারও জন্য কোনো প্রস্তাব না। আর এ নিয়ে বলার সময় এখনও আসেনি। এখন বিএনপি যদি নির্বাচন বর্জন করে কিংবা বলে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না, সেই দাবিতে অনড় থাকে তাহলে এসব আলোচনার প্রশ্নই আসে না।

২০১৪ সালের নির্বাচনের মতো এবারও বিএপিকে কোন প্রস্তাব দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা সে প্রস্তাব গ্রহণ করেনি।

হাছান মাহমুদ আরও বলেন, আমরা একটি অবাধ-সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছি। যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কথাই স্পষ্ট করে বলে দিয়েছেন।

‘পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরও নিকৃষ্ট’ - মির্জা ফখরুলের এমন বক্তব্যের ব্যাপারে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আজকে যে পাকিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতি, তাতে মির্জা ফখরুলকে প্রশ্ন করা যায়, আজকে আপনার মন্তব্য কী?

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টঙ্গীতে যুবকের মরদেহ উদ্ধার
১০ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:২১







রংপুরে যুবলীগের ছাতা ও পানি বিতরণ
১০ই জুন ২০২৩ বিকাল ০৫:৪৫:৪৯









ASIAN TV