• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই চৈত্র ১৪২৯ রাত ০৮:১৭:১৬ (30-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

জাতীয়

ফ্রেন্ডশিপ পাইপলাইন একটি মাইলফলক অর্জন : প্রধানমন্ত্রী

১৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৫১:২১

ফ্রেন্ডশিপ পাইপলাইন একটি মাইলফলক অর্জন : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’কে দুই দেশের জন্য একটি মাইলফলক অর্জন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফ্রেন্ডশিপ পাইপলাইন আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সহযোগিতা উন্নয়নের একটি মাইলফলক অর্জন। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

১৮ মার্চ শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে এ পাইপলাইনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এর মধ্য দিয়ে ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে তেল আসা শুরু হলো। অতীতে রেলে ওয়াগনে ভারত থেকে তেল আসতো বাংলাদেশে।

ফ্রেন্ডশিপ পাইপলাইনের সুফলের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন চালুর ফলে দুই দেশের জনগণ বিভিন্নভাবে উপকৃত হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটের মুখোমুখি, এই পাইপলাইনটি আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এই পাইপলাইনে ভারত থেকে ডিজেল আমদানিতে ব্যয় ও সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। উত্তরাঞ্চলের ১৬ জেলায় ডিজেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে।

এসময় ভারত প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বক্তব্য রাখেন। বক্তব্যে মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হিলিতে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
৩০শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৫৫:০৪







ASIAN TV