নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস (GDHS) সাথে স্টারকম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপনী সংস্থা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস (GDHS) একটি ৩৬০-ডিগ্রি স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যা মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার চাহিদা মেটাতে সক্ষম হবে। GDHS - স্বাস্থ্যসেবার সব সমাধান এক সাথে একটি প্ল্যাটফর্মে অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী উপায় এবং সবার নিজ নিজ চাহিদা অনুযায়ী সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। GDHS - এর SHUKHEE অ্যাপ, ওয়েবসাইট, এবং ডেডিকেটেড হটলাইন ১০৬৫৭ ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার সহজ সমাধান পেতে সক্ষম হবে, যা আমাদের উন্নতমানের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে নতুন এক ধারা যোগ করবে।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের উদ্যোগগুলো সম্পর্কে সারাদেশে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় প্রচারণা করাই স্টারকম বাংলাদেশের প্রধান লক্ষ্য হবে।
স্টারকম বাংলাদেশ দেশের শীর্ষ বিজ্ঞাপনী সংস্থাগুলোর মধ্যে একটি। স্টারকম মিডিয়া বায়িং, পিআর এবং ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করে থাকে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিটিও এম. সোলায়মান রাসেল, সিএমও হাসিবুল হাসান, ফাইন্যান্স লিড তৌফিক আহমেদ, এবং লিগ্যাল ও কমপ্লায়েন্স লিড ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক।
স্টারকম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট এম. আহমেদুন ফায়েজ এবং স্টারকমের ডিরেক্টর ডিজিটাল মিডিয়া আরিফুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available