• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩০ বিকাল ০৩:১৮:০৭ (08-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩০ বিকাল ০৩:১৮:০৭ (08-Jun-2023)
  • - ৩৩° সে:

অপরাধ

কেরানীগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন

৩০শে এপ্রিল ২০২৩ দুপুর ০১:৩৪:৪১

কেরানীগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় মনির হোসেন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৯ এপ্রিল শনিবার দুপুর দেড়টায় কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর পশ্চিমপাড়া তিন রাস্তার মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনির দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকার গিয়াস উদ্দিন মিয়ার পুত্র।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক শামীম মোঃ জানান, কোন্ডা ২০ শয্যা হাসপাতালের নির্জন এলাকায় স্থানীয় মাদক সেবনকারী খালেককে মাদক সেবনে বাধা দিয়েছিল মনির। এটা নিয়ে শুক্রবার একটা ঝগড়া হয়েছিল। পরবর্তীতে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে দেয়। আজকে পুনরায় মনিরের ছোট ভাই জাকির জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় খালেক তার ভাই মালেক, রুহুলসহ বেশ কয়েকজন তার পথরোধ করে। খবর পেয়ে মনির দৌড়ে ঘটনাস্থলে আসলে সেখানে খালেক ও তার সহযোগীরা মিলে মনিরকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান জানান, মারামারির ঘটনায় মনির নামে একজন মিটফোর্ড হাসপাতালে মারা গেছে, এমন সংবাদের ভিত্তিতে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বেনাপোলে শক্তিশালী বোমা বিস্ফোরণ
৮ই জুন ২০২৩ দুপুর ১২:০৪:১৯
















ASIAN TV