• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৪৫:১৬ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৪৫:১৬ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাসপাতাল থেকে শিশু চুরির সময় যুবক আটক

২৫ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০১:৪১

হাসপাতাল থেকে শিশু চুরির সময় যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক শিশুকে চুরি করার সময় এক যুবককে আটক করেছে রোগীর স্বজনরা।

২৪ নভেম্বর রোববার রাত ১১টার দিকে জেলা হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। চুরির অভিযোগে আটক যুবক জেলা শহরের পপিয়ারাপুর মহল্লার আসলাম আলীর ছেলে আশিক আলী (২৬)।

গত শুক্রবার প্রসাবের দ্বারে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশু মেহেদী হাসান। সে চৌডালা নূরানী মাদরাসার নার্সাসিতে পড়াশোনা করে।

শিশুর পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালের তিন তলায় শিশু ওয়ার্ডে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দাঁড়াবাজ গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী পপিয়ারা খাতুন। এসময় চিকিৎসাধীন অসুস্থ ছেলে মেহেদী হাসানকে (৭) চুরি করে নিয়ে যাওয়ার সময় পাশের রোগীর স্বজনরা পপিয়ারার চিৎকারে ছুটে এসে আশিক আলীকে আটক করে।

শিশুর মা পপিয়ারা খাতুন বলেন, ছেলেকে ঘুম দিয়ে আমিও ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে ছেলের এক পা আমার শরীরে লাগলে ঘুম ভেঙে যায়। দেখি আমার ছেলেকে এক হাত ও এক পা ধরে তুলে নিয়ে যাচ্ছে অপরিচিত এক ব্যক্তি। এসময় চোর চোর বলে চিৎকার করলে আশপাশের রোগীর স্বজনরা তিন তলা থেকে পালিয়ে যাওয়ার পথে নিচতলার ডায়রিয়া ওয়ার্ডের সামনে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষকে তুলে দেয় চোরকে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শিশুর বাবা আমিনুল ইসলাম বলেন, আমার স্ত্রীর গায়ে ছেলের পা লেগে ঘুম না ভাঙলে ছেলেকে চুরি করে নিয়ে কোথায় যেত এটা ভাবলেও ভয় লাগছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি। আর কখনও কেউ যাতে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করতে সাহস না পায়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন তরিকুল ইসলাম বলেন, মায়ের চিৎকারে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাচ্চাকে কোলে তুলে পালাচ্ছে এক ব্যক্তি। এমন অবস্থায় তাকে ধরতে ধাওয়া করলে কিছুদূর পরে বাচ্চা ফেলে দৌড়ে পালাতে থাকে চোর আশিক আলী। এসময় কয়েকজন ব্যক্তি দৌড়ে গিয়ে নিচতলায় তাকে আটক করি। তিন তলায় শিশু ওয়ার্ডে অন্ধকার থাকায় শিশু চুরির মতো ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

এদিকে, চুরির অভিযোগে আটক আশিক আলী বলেন, কাশির সিরাপ খেয়ে অবচেতন অবস্থায় কী করেছি কিছুই জানি না। তবে আশিকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন জানান, রাতেই খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্ত ব্যক্তিতে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬