• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩৬:১১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩৬:১১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস নিয়ে ষড়যন্ত্র!

৮ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:২২:৫৯

দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস নিয়ে ষড়যন্ত্র!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: দীর্ঘদিনের ভোগান্তির এক নাম ছিল কুষ্টিয়ার দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস। জেলার সবচেয়ে বড় উপজেলা দৌলতপুরের এই সরকারী দফতরটিতে এক সময় সাধারণ জনগণের ভোগান্তির শেষ ছিল না। অতীতে এই অফিসটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনাও ছিল। কিন্তু বর্তমানে অনেকটাই স্বচ্ছতা নিয়ে রেজিস্ট্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই দফতরটি।

সাব রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের দাবি, বেশ কিছুদিন হলো এই সরকারি দফতরটি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস নিয়ে অপপ্রচার করা হচ্ছে।

দৌলতপুর দলিল লেখক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন জানান, দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস নিয়ে ষড়যন্ত্রের ঘটনা নতুন কিছু নয়। এই অফিসটি নিয়ে একটি মহল ষড়যন্ত্র করার কারণে বিগত ২০২১ সালের জানুয়ারি থেকে প্রায় ছয় সাত মাস দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ ছিলো। যাতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার দলিল পেন্ডিং হয়ে পড়েছিল। রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকার কারণে আমরা দলিল লেখকরা অর্থ অভাবে মানবতার জীবন যাপন করেছি। সেই সাথে এই দৌলতপুর উপজেলা বাজারের যারা ব্যবসায়ী আছেন, তাদেরও দীর্ঘদিন অফিসটি না চলার কারণে দোকানপাট বন্ধ ছিল। সে কারণে তারাও মানবতার জীবন যাপন করেছে। তাছাড়াও এই অফিসটিতে সেবা নিতে আসা সেবা প্রার্থীরাও চরম ভোগান্তির মাঝে পড়েছিল। স্থানীয় সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনসহ আওয়ামী লীগ নেতাদের প্রচেষ্টায় অফিসটি পুনরায় চালু হয়। এতে এই উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে একটি জিনিস লক্ষ্য করছি, বেশ কিছু মানুষ আমাদের কাছে এসে অনৈতিক সুবিধার দাবি করেন। যেটা আমরা তাদের দিতে পারি নাই। সে কারণে আমাদের দলিল লেখক ও দৌলতপুর সাব দৃষ্টির অফিস নিয়ে তারা মিথ্যাচার চালাচ্ছে, যেটা বাস্তবের সাথে কোন মিল নেই।

এ বিষয়ে দৌলতপুরের সাব রেজিস্টার আনোয়ার হোসেনের মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন, আপনারা জানেন দীর্ঘদিন অফিসটিতে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ ছিল। আমি যোগদান করে স্বচ্ছতার সাথে অফিসটি পরিচালনা করছি। কিন্তু স্থানীয় একটি মহল অবৈধ সুবিধা চেয়ে তা থেকে বঞ্চিত হওয়ার কারণে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। যেটার কিঞ্চিত পরিমাণ কোন সত্যতা নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ