• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২২:৪৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২২:৪৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:০০:৫০

নীলফামারীতে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ৬০ কিলোমিটার ধাওয়া করে চোরাই গরুসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে নীলফামারী পুলিশ সুপার সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর এ তথ্য জানান।

পুলিশ সুপার মো. গোলাম সবুর বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালে সদর থানার ৪টি টিম থানা এলাকায় অভিযান পরিচলনা করার সময় ৫ সেপ্টেম্বর ভোরে কাজীর হাট সংগলশী ইউনিয়ন থেকে জাতীয় জরুরি সেবার ফোন কলে ৯৯৯ এবং স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে যে একটি সাদা পিকআপে গরু চুরি করে নিয়ে সৈয়দপুরের দিকে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ৪টি টিম বিভক্ত হয়ে অভিযান পরিচলনা শুরু করে। একটি টিম রংপুরে তারাগঞ্জ এলাকায় পিকআপটি শনাক্ত করে পিছু ধাওয়া করে। এ সময় পুলিশ পিকআপটিকে থামানোর চেষ্টা করলে তারা আরও দ্রুতগতিতে পালাতে চেষ্টা করে। রংপুর জাহাজ কোম্পানি মোড় হয়ে কুড়িগ্রাম অভিমুখে যাওয়ার একপর্যায়ে রংপুর মহানগর সাত মাথার মোড়ে চোর চক্রের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চোর চক্রের সদস্যরা আহত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় পুলিশ চোর চক্রের তিন জনকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিরা হলেন, গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানার মো. খাইরুজ্জামানের ছেলে মো. বাবুল(৩২), তার বিরুদ্ধে পূর্বের চুরি দুইটি মামলা রয়েছে। মাগুড়া জেলা শ্রীপুর থানা এলাকার মো. আহাদ আলীর ছেলে মো. ওয়াসিম খান(২২) তার নামে ১টি চুরি মামলা ও ১টি জুয়ার মামলা রয়েছে। অপরজন নাটোর জেলা সিংড়া থানার মো. মনতাজের ছেলে মো. নাসির(২৪)।

তাদের নামে গরুর মালিক মো. আমিনুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল মো. মোস্তফা মঞ্জুর, সহকারী পুলিশ সুপার (শিক্ষনবিশ) জয়ন্ত কুমার সেন, ডিআইও ওয়ন মো. আব্দুর রাজ্জাক, ওসি ডিবি রওশন কবীর, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁয় পর্নোগ্রাফির দায়ে আটক ৭
১২ মে ২০২৪ বিকাল ০৫:১৩:০৪







বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮