• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:০০:০৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:০০:০৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রচারের পর সহায়তা পেলেন চৌহালীর সেই বৃদ্ধ দম্পতি

২৬ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৩১:৪৭

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রচারের পর সহায়তা পেলেন চৌহালীর সেই বৃদ্ধ দম্পতি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা নদী ভাঙনে বসত-বাড়ি হারিয়ে ৫ ছেলের সংসারে ঠাঁই না পাওয়া সেই বৃদ্ধ হামিদ মোল্লা ও তার স্ত্রী ফজিলা খাতুনকে আর্থিক সহায়তা দিয়েছেন চৌহালী উপজেলা প্রশাসন।

২৪ আগস্ট বৃহস্পতিবার এশিয়ান টেলিভিশনের অনলাইনে ‘চৌহালীতে ৫ ছেলের কারও ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ বাবা-মায়ের’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি নিয়ে মুহুর্তের মধ্যে ব্যাপক আলোচনা হয়।

২৫ আগস্ট শুক্রবার সকালে বাঘুটিয়া ইউনিয়নের  সম্ভুদিয়া কবরস্থানের পাশে ওই বৃদ্ধ দম্পতিকে দেখতে যান সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা ও সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুন্সি আব্দুল ওয়াহাবসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ সময় অসহায় ওই বৃদ্ধ দম্পতিকে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এছাড়া তাদের বড় মেয়েকে বৃদ্ধ বাবা-মার দেখাশোনার জন্য অনুরোধ করেন।

এদিকে পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পুনর্বাসন ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ