• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৫:২৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৫:২৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় জাতীয় শোক দিবস পালন

১৬ আগস্ট ২০২৩ বিকাল ০৫:০৮:৫১

পাবনায় জাতীয় শোক দিবস পালন

পাবনা প্রতিনিধি: পাবনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে পাবনা জেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে ১৫ আগস্ট দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। এর আগে জেলা, উপজেলা, পৌর এবং ইউনিয়নসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল ইউনিট র‍্যালি নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এরপর র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করে বক্তব্য দেন নেতারা।

জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে, ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেল আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পরে সকালে জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এছাড়াও জেলা পরিষদ চত্ত্বরে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।  

অন্যদিকে শোক দিবসকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আয়োজন করেছে দোয়া মাহফিল ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মত নানা কর্মসূচি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০