• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই মাঘ ১৪৩১ রাত ০৮:১৫:৫৬ (23-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই মাঘ ১৪৩১ রাত ০৮:১৫:৫৬ (23-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

১০ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১২:১০

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে কটুক্তি এবং অবমাননার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন করা হয়েছে।

১০ আগস্ট বৃহস্পতিবার সকালে আখাউড়ার উলামায়ে কেরাম, ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে উপজেলার পৌর শহরের সড়ক বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও আলেম ওলামাসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

মানববন্ধন থেকে সম্প্রতি মহানবী (স.) সম্পর্কে কটুক্তিকারী ব্লগার আসাদ নূরকে গ্রেফতার ও ফাঁসির দাবি করা হয়। এসময় সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ করা হয়।

মাওলানা আসাদ আল হাবিবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মুফতি আসাদুজ্জামান, মাও. উবায়দুল্লাহ, মাও. কাজী মাঈন উদ্দিন, আলহাজ মো. মোসলেহ উদ্দিন, মাও. হাবিবুল্লাহ, মাও. হেলাল উদ্দিন, মাও. মাহমুদুল হাসান, মাও. মো. শফিকুল ইসলাম, মাও. আবু আব্দুল্লাহ, মাও. রাসেল মোল্লা, হাজী সালাউদ্দিন খোকন, হাজী শেখ ইকরাম প্রমুখ।

হাজী মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, নাস্তিকদের কোন ধর্ম নাই, দেশ নাই। তাদের কোন পরিচয় নাই। এদেশ শাহজালাল-শাহপরানের বাংলাদেশ। গেছুদারাজ কল্লা শহীদ (র.) বাংলাদেশ। এই দেশ হাফিজ্জি হুজুরের বাংলাদেশ। আল্লামা শাহ আহমদ শফীর বাংলাদেশ। এই দেশে নাস্তিকদের কোন জায়গা নাই।

কোরআন বিরোধী, নবী বিরোধী নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সংসদে সর্বোচ্চ আইন প্রনয়ণ করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনি ২০ বছর ৪০ বছর আগের যুদ্ধাপরাধীদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন। যে সকল নাস্তিক-ব্লগার দেশ থেকে পালিয়ে গেছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিন।

মানববন্ধন থেকে জেলখানায় আটক মুফতি মামুনুল হকসহ সকল আলেম-ওলামার মুক্তির দাবি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬:০৬



এবারের বিপিএলে প্রথম হারের স্বাদ পেলো রংপুর
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২২:০৩


সিদ্ধিরগঞ্জে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:১০

ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:৩৫

বকশীগঞ্জে নাশকতা মামলায় ২ জন গ্রেফতার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৫০