• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪২:২৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪২:২৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কারাবন্দি যুদ্ধাপরাধী হাজতির ঢামেকে মৃত্যু

৯ আগস্ট ২০২৩ দুপুর ০২:২২:২২

কারাবন্দি যুদ্ধাপরাধী হাজতির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধ (যুদ্ধাপরাধী) মামলায় আটক ফজর আলী গাজী নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ৯ আগস্ট বুধবার সকাল সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মোরসালিনা সরকার তাকে মৃত ঘোষণা করে।

মৃত ফজর আলী সাতক্ষীরা শ্যামনগর উত্তর কদমতলী এলাকার মৃত জহুর আলী গাজীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বুধবার ভোর সাড়ে পাঁচটায় কারা অভ্যন্তরে হঠাৎ ফজর আলী স্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়ে গেলে সিভিল সার্জনের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল।

মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ