• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৭:১৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৭:১৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়ায় ৪ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার

৭ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১২:৫৫

কালিয়ায় ৪ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় ৪ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

৭ আগস্ট সোমবার বেলা ১১টায় উপজেলা বাজার এলাকার সোহেল কাজীর বাড়ি থেকে এ অবৈধ জাল উদ্ধার করা হয়।

এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর-৫ (১) ধারায় অবৈধ কারেন্ট ও চায়না জাল ব্যবসায়ী সোহেল কাজীকে ১ হাজার টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দিপন।

এসব অবৈধ জালের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান।

পরে উপজেলা পরিষদের সামনে এ অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দিপন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বেলা ১১টায় বড় কালিয়া বাজার এলাকার সোহেল কাজীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট ও চায়না জাল উদ্ধার করে ধ্বংস করি এবং অপরাধীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০