• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪১:২৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪১:২৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চরফ্যাশনে সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ৪

২৮ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭:২৩

চরফ্যাশনে সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ৪

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে সাংবাদিক তৈয়্যবুর রহমান তুহিনকে পিটিয়ে হত্যাচেষ্টা মামলায় চেয়ারম্যানসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে ভোলা পৌর শহর এলাকা থেকে আসামী রিয়াদ হোসেন (হান্নান) ও হোসেন হাওলাদারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতাররা লালমোহন ও তজুমদ্দিন এলাকার স্থায়ী বাসিন্দা ।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

মামলার এজেহার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে চরফ্যাশন থেকে লালমোহনে আসার পথে করতারহাট সংলগ্ন লালমোহনে যাওয়ার পার্শ্ববর্তী সড়ক ফুলবাগিচা রাস্তায় চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান ও চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসেন হাওলাদারের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন সন্ত্রাসী তৈয়্যবুর রহমানকে পথরোধ করে আক্রমণ করেন।

এসময় তারা দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। তৈয়্যবুর রহমানের পিঠে চাপাতি দিয়ে একটি কোপ দেয়। পরে সে মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তার মুখ থেকে তিনটি দাঁত উপড়ে ফেলে ও সাথে থাকা মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা তৈয়্যবুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। একদিন চিকিৎসা দেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। তৈয়্যবুর রহমান বর্তমান ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

এ ঘটনায় ২৬ জুলাই বুধবার আহত সাংবাদিক তৈয়্যবুর রহমান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪