• ঢাকা
  • |
  • সোমবার ২২শে জ্যৈষ্ঠ ১৪৩০ সকাল ০৯:২৩:১৪ (05-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

জেলার খবর

রাঙ্গামাটির বিলাইছড়িতে ২০ লাখ ভারতীয় মুদ্রাসহ গরু ব্যবসায়ী আটক

২৭শে মে ২০২৩ দুপুর ১২:০৬:৪৮

রাঙ্গামাটির বিলাইছড়িতে ২০ লাখ ভারতীয় মুদ্রাসহ গরু ব্যবসায়ী আটক

রাঙ্গামাটির বিলাইছড়িতে ২০ লাখ ভারতীয় মুদ্রাসহ গরু ব্যবসায়ী আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ির ধূপশীল এলাকায় অভিযান পরিচালনা করে ২০ লাখ ভারতীয় রুপিসহ এক গরু ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। ২৬ মে শুক্রবার সকাল ৯ টায় আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক গরু ব্যবসায়ীর নাম মো: বদি আলম (৭০)। সে রাঙ্গুনিয়ার দক্ষিণ নিশ্চিন্তপুর ২নং হোচনাবাদ ৬নং ওয়ার্ড  ইউনিয়নের মৃর্ত বাদশা মিয়ার ছেলে।

বিলাইছড়ি থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় যৌথবাহিনী গোপন সুত্রে খবর পেয়ে ১নং বিলাইছড়ি ৭নং ওয়ার্ড ধুপশীল সড়ক ওপর হতে মো: বদি আলমকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ভারতীয় ২০ লাখ রুপী (দশ বান্ডিল) এবং বাংলাদেশী নগদ ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা এবং ব্যবহারিত একটি বাটন মোবাইল উদ্বার করা হয়।

বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, গ্রেফতার বদি একজন গরু ব্যবসায়ী বলে নিজেকে পরিচয় দেয়। তিনি ভারত সীমান্ত এলাকা হতে জুড়াছড়ি দমদমিয়া গবাইছড়ি ও বরকল হতে অবৈধ পথে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গরুসহ বিভিন্ন পণ্য আনা নেয়া করত।

ভারতীয় মজুড়াছড়ি এবং বিলাইছড়ি থানার সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘ বছর যাবৎ ধরে অবৈধ মুদ্রা দিয়ে চোরাকারবারী করে আসছে। এছাড়া চোরাই পথে গরু এনে কাপ্তাই উপজেলা নতুনবাজার, রাঙ্গুনিয়া উপজেলা ও চট্রগ্রামে বেঁচাকেনা করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তা স্বীকার করেন।

ওসি আলমগীর হোসেন আরও জানান, সে দীর্ঘ ৩০/৪০ বছর যাবত গরুর ব্যবসা করে জানি। কিন্ত গরু ব্যবসার আড়ালে সীমান্ত এলাকা হতে কিছু উপজাতীয়দের সাথে আতাঁত করে চোড়াই পথে অবৈধ ভাবে ভারতীয় রুপী নিয়ে চোরাকারবার করে, তা জানা ছিল না। বৃদ্ধ বলে তাকে কেউ সন্দেহ করতো না।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিত্বে উক্ত ব্যবসায়ীকে যৌথবাহিনী গ্রেফতার করে। যৌথবাহিনী অভিযান পরিচালনা করে চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া শুরু করেছে। গ্রেফতার বদির বিরুদ্ধে বিলাইছড়ি থানায় মামলা করে রাঙ্গামাটির আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবাসহ গ্রেফতার ৫
৪ঠা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬:০৮


শশুর বাড়ী থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার
৪ঠা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৩২:৩৫





যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
৪ঠা জুন ২০২৩ বিকাল ০৫:১৫:২৯



কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হারিকেন
৪ঠা জুন ২০২৩ বিকাল ০৪:১৭:৫৯

নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন এরদোয়ান
৪ঠা জুন ২০২৩ বিকাল ০৩:২৫:৩৬








পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা
৪ঠা জুন ২০২৩ দুপুর ০১:০৯:২৪





শারীরিকভাবে আমার স্বামী অক্ষম: সানাই
৪ঠা জুন ২০২৩ সকাল ১১:৪৯:০৫



ASIAN TV