• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪৬:১৬ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪৬:১৬ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘুরানোর কথা বলে ঢাকায় নিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

২৭ মে ২০২৩ সকাল ১০:১৯:১৪

ঘুরানোর কথা বলে ঢাকায় নিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

সিলেট প্রতিনিধি: ঘুরানোর কথা বলে সিলেটের ওসমানী নগরের এক কিশোরীকে ঢাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ২৪ মে বুধবার  ভোরে ওসমানী নগরের পুরান খাদিমপুরের একটি বাসা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার ধরারাই গ্রামের আব্দুল কাইয়ুমের মইনুল আহমদ ও ওসমনী নগর উপজেলার নুরপুর (জহিরপুর ) গ্রামের দুদু মিয়ার ছেলে তানভীর মিয়া।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।

তিনি জানান, গত ১৬ মে সকাল সাড়ে ১০টার দিকে মইনুল, তানভীর ও পলাতক আসামি সাবুল মিয়া ওসমানী নগর উপজেলার বাসিন্দা তাদের পরিচিত ১৫ বছরের এক কিশোরীকে ফোন করে তার বাড়ি পাশে একটি ব্রিজের উপর দেখা করার কথা বলে। কিশোরী ওই জায়গায় আসলে আসামিরা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে একটি প্রাইভেট কারে তুলে এবং একপর্যায়ে তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান।

তিনি আরও জানান, সেখানে একটি বাসায় কিশোরীকে রেখে আসামি মইনুল ১৬ থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন সময় বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীকে নিয়ে এসে ওসমানী নগরের পুরান খাদিমপুর গ্রামের একটি বাসায় আটকে রাখে মইনুল।

পুলিশ জানায়, কিশোরী অপহৃত হওয়ার পর তার বাবা বাদী হয়ে ওসমানী নগর থানায় একটি মামলা দায়ের করেন। পরে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ অভিযান চালিয়ে পুরান খাদিমপুর গ্রামের ওই বাসা থেকে মইনুলকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করে পুলিশ। মইনুলের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে আসামি তানভীর মিয়াকে গ্রেফতার করা হয়। তবে আরেক আসামি সাবুল মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ আরও জানায়, ভিকটিমের একাধিকবার ধর্ষণ করার সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারের পর মইনুল ও তানভীরকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজশাহীতে চিনির বিকল্পে স্টেভিয়ার চাষ
২০ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৫৪:৫৬



তীব্র তাপদাহে ৭ দিন বন্ধ স্কুল-কলেজ
২০ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০৮:১৭





যে কারণে সারাদেশে ইন্টারনেটের ধীরগতি
২০ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫৬:৪১