• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ ভোর ০৪:২১:৩১ (11-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ ভোর ০৪:২১:৩১ (11-Jun-2023)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে নির্মাণাধীন মসজিদের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

২৫শে মে ২০২৩ রাত ০৯:১৬:২৯

সৈয়দপুরে নির্মাণাধীন মসজিদের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

নিহত শ্রমিক শফিকুল ইসলাম

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন মসজিদের সীমানা দেয়াল ধসে শফিকুল ইসলাম ( ৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৫ মে বৃ্হস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের রেলওয়ে গেটবাজার (রেলওয়ে কারখানার প্রধান গেটের সামনে) এলাকায়  এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট এলালার  আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,  রেলওয়ে কারখানার প্রধান গেটের সামনে একতলা বায়তুল মামুর জামে মসজিদ ভেঙ্গে বহুতল ভবনের নির্মাণকাজ চলছিল। শুরু থেকেই শফিকুল ইসলাম সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। বৃ্হস্পতিবার সকালে শফিকুল ইসলাম একাই উত্তরদিকের ভিত্তি খননের কাজ করছিলেন।

এ সময় পাশের পুরাতন দেয়াল ভেঙে নিচে  চাপা পড়ে শফিকুল। অন্যান্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক শফিকুলকে মৃত্যু ঘোষনা করেন।

নিহতের ছোট ভাই শরিফুল ইসলাম বলেন, আমার ভাই শফিকুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর স্ত্রীসহ ছোট দুই ছেলে-মেয়ে রয়েছে। সকালবেলা কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে আসেন। পরে সকাল সাড়ে ১০ টায় আমরা তাঁর মৃত্যুর খবর পাই। ভাইকে হারিয়ে পুরো পরিবার অসহায় হয়ে পড়লাম।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শণ ও মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিকালে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টঙ্গীতে যুবকের মরদেহ উদ্ধার
১০ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:২১







রংপুরে যুবলীগের ছাতা ও পানি বিতরণ
১০ই জুন ২০২৩ বিকাল ০৫:৪৫:৪৯









ASIAN TV