• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৩:৪৪:০৫ (11-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৩:৪৪:০৫ (11-Jun-2023)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় শৃংখলাভঙ্গের অভিযোগ উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত

২২শে মে ২০২৩ দুপুর ১২:২৩:৩৭

আখাউড়ায় শৃংখলাভঙ্গের অভিযোগ উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশে দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ রোববার দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা যুবলীগের ঐ কমিটির বিরুদ্ধে দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

একই প্রেস বিজ্ঞপ্তিতে আখাউড়া পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন কমিটি পুনর্বহাল করা হয়। নতুন ঘোষিত কমিটির বদলে আগের কমিটি কার্যক্রম পরিচালনা করবে বলে এতে নির্দেশনা দেওয়া হয়।

এর আগে আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক ও ২ যুগ্ম আহবায়কের বিরুদ্ধে সংগঠনের শৃংখলাবিরোধী কার্যক্রমের অভিযোগ এনে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়, গত ৩০ এপ্রিল আখাউড়া উপজেলার আখাউড়া পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় নির্দেশ অমান্য, গঠনতন্ত্র লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা ও নিয়ম বহির্ভুতভাবে এসব কমিটি গঠন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন ও বিনষ্ট হয়েছে বলে মনে হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ এপ্রিল হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে আখাউড়া পৌরসভা, আখাউড়া উত্তর, আখাউড়া দক্ষিণ, মনিয়ন্দ, মোগড়া ও ধরখার ইউনিয়ন কমিটি ঘোষণা করে আখাউড়া উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান নাজিম ও মো. আব্দুল মমিন বাবুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়। গঠিত কমিটির নেতৃবৃন্দের কাছেও এসব কমিটি হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টঙ্গীতে যুবকের মরদেহ উদ্ধার
১০ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:২১







রংপুরে যুবলীগের ছাতা ও পানি বিতরণ
১০ই জুন ২০২৩ বিকাল ০৫:৪৫:৪৯









ASIAN TV