• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৬:৪৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৬:৪৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহজালাল (রহ.) মাজারে লাকড়ি তোলা উৎসব পালিত

১৮ মে ২০২৩ দুপুর ০১:৪৯:২২

শাহজালাল (রহ.) মাজারে লাকড়ি তোলা উৎসব পালিত

সিলেট প্রতিনিধি: সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে বার্ষিক ওরস উপলক্ষে লাকড়ি তোলা উৎসব পালিত হয়েছে। প্রতিবছর দরগাহের বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

১৭ মে বুধবার সকাল থেকে হাজারো ভক্তরা ‘শাহজালাল বাবা কী জয়’, ‘৩৬০ আউলিয়াকি জয়’ ‘লালে লাল বাবা শাহজালাল’ এই স্লোগান দিয়ে শাহজালাল ভক্তরা লাক্কাতুড়া বাগান অভিমুখে রওয়ানা দেন। পরে তারা লাকড়ি নিয়ে দরগাহে ফিরে আসেন।

সকাল থেকেই সিলেট শহর ও শহরতলীর বিভিন্ন উপজেলা থেকে বাদ্য বাজিয়ে দরগাহ প্রাঙ্গণে আসতে থাকে হাজারো মানুষজন। শুধুমাত্র সিলেট শহর নয় অন্যান্য জেলা, মাজার-খানকা শরিফ, বাউল সংগঠন ও গ্রামগঞ্জ থেকে মানুষজন আসেন এই লাকড়ি তোড়া উৎসবে।

ইতিহাসবিদরা বলেন, শাহজালাল (রহ.) জীবদ্দশায় লাকড়ি সংগ্রহ করে রান্না করতেন। সেই ঐতিহ্য রক্ষা করে ৭শ’ বছর ধরে ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি তোলা উৎসব করা হয়। লাকড়ি সংগ্রহ করার পর নির্দিষ্ট স্থানে জমা করে রাখা হয়। আর এই লাকড়ি দিয়েই ওরসে শিরনি রান্না করা হয়ে থাকে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০