• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ সকাল ০৮:৫৭:৩৪ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে চুরির অভিযোগে যুবকের হাত পা ভেঙে চোখ উপরে দিলেন গ্রামবাসী

৩ মার্চ ২০২৫ বিকাল ০৫:১২:০৫

চরফ্যাশনে চুরির অভিযোগে যুবকের হাত পা ভেঙে চোখ উপরে দিলেন গ্রামবাসী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলায় চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় চু‌রির অভিযোগে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাত-পা ভে‌ঙে চোখ উপরে দেয়ার ঘটনা ঘটেছে।

Ad

২ মার্চ রোববার সকালের দি‌কে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নির্যাতনের শিকার ওই যুবকের নাম মো. শাহজাহান মি‌ন্টিজ। তিনি উপ‌জেলার দ‌ক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়‌নের আরকলমী গ্রামের ‌মো. ছিডু মিয়ার ছে‌লে।

স্থানীয়দের অভিযোগ, শাহজাহান মি‌ন্টিজ একজন পেশাদার চোর। সে ক‌য়েকবার পু‌লি‌শের হা‌তে আটক হ‌য়ে‌ছে। জেল থে‌কে বের হ‌য়ে আবারও চু‌রি ক‌রে সে। তার বাবাও একজন চোর ছি‌লেন।

স্থানীয় সুত্র জানায়, কয়েকদিন ধরে চরফ্যাপশন উপজেলার নজরুল নগরসহ আশপা‌শের ক‌য়েক‌টি ইউনিয়‌নে একা‌ধিক চু‌রির ঘটনা ঘ‌টে। এ ঘটনায় শাহজাহান মি‌ন্টিজের উপর গ্রামবাসী ক্ষিপ্ত হয়। প‌রে গতকাল রোববার স্থানীয় গ্রামবাসী তা‌কে তার বা‌ড়ি‌তে দেখ‌তে পে‌য়ে ধাওয়া ক‌রলে সে দৌ‌ড়ে পালায়। পরে তার পিছু পিছু এলাকাবাসী ছুটে গিয়ে আটক করে প্রথমে ‘গণধোলাই’ দেয়। পরে তার চোখ তুলে নেয়। এরপর তাকে ওই এলাকার ফরাজী বা‌ড়ির পুকুর পাড়ে ফেলে চলে যায় তারা।  

স্থানীয় গ্রাম পু‌লিশ সোরহাব হো‌সে‌নের সহ‌যোগিতায় তার প‌রিবারের সদস্যরা উদ্ধার ক‌রে চরফ্যাশন হাসপাতা‌লে ভর্তি করলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, আমি ঘটনা‌টি শুনেছি শুনার পরে ঘটনাস্থ‌লে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। প‌রে জান‌তে পারি শাহজাহান মি‌ন্টিজ না‌মে একজন‌কে চু‌রির অ‌ভি‌যো‌গে গ্রামবাসী গণ‌ধোলাই দি‌য়ে হাত পা ভে‌ঙে চোখ তু‌লে‌ছে। এখন পর্যন্ত কেউ থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৩০০ আসনে বৈধ প্রার্থী ১,৮৪২, বাতিল ৭২৩
৩০০ আসনে বৈধ প্রার্থী ১,৮৪২, বাতিল ৭২৩
৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৪৭:৩৮



এইচএসসির নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারিতে
এইচএসসির নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারিতে
৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৩৪:১১

ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:২৮:৩৬






Follow Us