• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০২:৩৩:৩০ (11-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০২:৩৩:৩০ (11-Jun-2023)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে স্ত্রীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেফতার

১৪ই মে ২০২৩ বিকাল ০৪:৩১:৩৮

সিলেটে স্ত্রীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেফতার

সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীর চুল কেটে নিযার্তনের ঘটনায় স্বামী আলকাছ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ মে শুক্রবার বিকেলে স্বামী আলকাছ উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হলে অভিযান চালিয়ে ০৩ ঘন্টার মধ্যে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র্পুলিশ।

জানা যায়, গত ৬ মাস পূর্বে জকিগঞ্জ থানাধীন বারঠাকুরী ইউনিয়নের উত্তরবাগ গ্রামের জাকির হোসেনের ছেলে আলকাছ উদ্দিন (৩২) এর সাথে একই উপজেলার গঙ্গাজল গ্রামের মৃত মকদ্দছ আলীর মেয়ে রিমা আক্তারের (২৭) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী রিমার কাছে যৌতুক দাবী করে আসছিল আলকাছ উদ্দিন। যৌতুকের টাকা না পেয়ে মাঝে মধ্যে রিমা আক্তারের উপর শারীরিক ও মানসিক নিযার্তন চালাতো স্বামী আলকাছ।

১১ মে বৃহস্পতিবার রাত ৯ টায় রিমার স্বামী আলকাছ যৌতুকের টাকা চাইলে সে অপারগতা প্রকাশ করে। তখন স্বামী আলকাছ তার স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এসময় তার ভাসুর জয়নাল আবেদীন কাঁচি দিয়ে রিমার চুল কেটে দেয়। এ অবস্থায় রিমা পালিয়ে পার্শ্ববর্তী পুকরা গ্রামের মো. জাকির হোসেনের বাড়ীতে আশ্রয় নেয়। পরে জাকির হোসেন জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রিমাকে উদ্ধার করে। পরে রিমাকে তার মায়ের জিম্মায় দিয়ে চিকিৎসার জন্য জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রিমা আক্তার বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দয়ের করলে অভিযুক্ত আলকাছ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টঙ্গীতে যুবকের মরদেহ উদ্ধার
১০ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:২১







রংপুরে যুবলীগের ছাতা ও পানি বিতরণ
১০ই জুন ২০২৩ বিকাল ০৫:৪৫:৪৯









ASIAN TV