• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩২ ভোর ০৫:৪৮:৫০ (02-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩২ ভোর ০৫:৪৮:৫০ (02-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুতুবদিয়ায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবলীগ

৬ মে ২০২৩ দুপুর ০১:৪৯:৪৯

কুতুবদিয়ায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবলীগ

মিজানুর রহমান, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:  কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণ পাড়ার কৃষক আব্দুল হামিদ ও শাহেদ করিমের বোরো ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে কাটতে পারছিলেন না।  এ খবরে পাশে দাঁড়িয়েছে কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

৩০ এপ্রিল রোববার সকালে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক আবু জাফর সিদ্দিকীর নেতৃত্বে এ কৃষকদের জমির ধান কেটে দেন যুবলীগের ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা।

বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষক আবদুল হামিদ ও শাহেদ করিম। এসময় তারা বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। কুতুবদিয়া আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দিয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।

কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক আবু জাফর সিদ্দিকী বলেন, এ বছরে দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের নির্দেশে সাড়া দিয়ে কুতুবদিয়া উপজেলা যুবলীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে। তীব্র গরমের মধ্যে কৃষক আব্দুল হামিদ ও শাহেদ করিমের ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি।

উল্লেখ্য, ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানায় কেন্দ্রীয় যুবলীগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত
১ জুলাই ২০২৫ রাত ০৮:০৩:২৫





কেরানীগঞ্জে মাদক কারবারি আটক ২
১ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৬