• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই মাঘ ১৪৩২ রাত ০১:৫৭:২১ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

দলীয় নেতাকর্মী ও তৃণমূলের মানুষের সাথে এমপি মমিনের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২৫ এপ্রিল ২০২৩ দুপুর ০১:৫৭:২৮

দলীয় নেতাকর্মী ও তৃণমূলের মানুষের সাথে এমপি মমিনের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

হিমেল হক, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে সাধারণ জনতা ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পূর্ণমিলনী করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।

Ad

২৫ এপ্রিল মঙ্গলবার সকালে এনায়েতপুর মুসফিকা আনাম স্মৃতি পাঠাগার চত্বরে সাধারণ জনতার সাথে ঈদ পূর্ণমিলনীতে অংশ নেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।

Ad
Ad

ঈদ পূর্নমিলনীতে শিক্ষক, ব্যবসায়ী, তাঁত শ্রমিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া গত দু’দিন ধরে বেলকুচি উপজেলার প্রায় ১১ টি স্থানে ঈদ পূর্নমিলনীতে সংসদ সদস্যর সাথে সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন।

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল এলাকায় চলামান উন্নয়নের খোজ খবর নেন। এলাকার নানা সমস্যা ও উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হয় ঈদ পূর্নমিলনীতে। গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী সাক্ষাৎ করেন তিনি। কোন এলাকায় রাস্তা-ঘাট, সেতু, মসজিদ, কবরস্থানসহ খেলার মাঠের উন্নয়ন দরকার তা জনতার মুখে শুনে নোট করে নেন। এছাড়া আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারও ভোট প্রাথর্না করেন তিনি।

মমিন মন্ডল বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা প্রয়াত হাজী আব্দুল মজিদ মন্ডল সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন।

দলের নেতাকর্মী ও তৃণমুলের মানুষ বলছেন বিগত সময়ে অনেক এমপি ছিল তবে কেউ এভাবে তৃণমুলের কাছে ছুটে আসেনি।  এমপির গ্রামাঞ্চলে ছুটে এসে ঈদ পূর্নমিলনী সত্যিৎ স্মরনীয় হয়ে থাকবে।

দিন ব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলখোশ আলী প্রাং, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি ও জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম আল আমিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১২:৩৮





নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
২১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:১৩


ঢাকা রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৪
ঢাকা রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৪
২১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২২




Follow Us