• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৩৯:২৬ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৩৯:২৬ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কটিয়াদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৩:১৯

কটিয়াদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ নভেম্বর শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান। আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মো. আজিজুল হক ও উপজেলা পল্লি উন্নয়ন অফিসার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াহিদুজ্জামান। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার আবুল খায়ের এবং মুন্সি আবদুল হেকিম কারিগরি কলেজের অধ্যাপক ফজলুল হক জোয়ারদার।

এ ধরনের অনুষ্ঠান জাতীয় উন্নয়নে সমবায়ের ভূমিকা তুলে ধরার পাশাপাশি সমবায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। দেশকে সমৃদ্ধ ও এগিয়ে নিয়ে যেতে সকলকে একই প্ল্যাটফর্মে এন কাজ করার ব্যাপারে ব্যাপকভাবে প্রচার প্রচারণা ও কাজ করার আলোচনা রাখা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬