• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ০২:৩১:০০ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ০২:৩১:০০ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

৬ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:৪০:৫৬

নওগাঁয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

লোকমান  আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শহরের আনন্দ নগর সবজি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ। এসময় পুলিশ লাইনে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় অভিযানের সংবাদ পেয়ে অনেক দোকানি তাদের দোকান খোলা রেখেই পালিয়ে যায়।  এছাড়া অভিযানের সময় কাঁচা বাজারের দোকানীদের বাধ্যতামূলক পণ্যের মুল্য তালিকা প্রদর্শনের জন্য সর্তককরে মাইকিং করা হয়।

এসময় নওগাঁ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু দোকানে মোড়কজাত পণ্যের গায়ে নির্ধারিত মুল্য না থাকার পাশাপাশি পণ্যের মূল্য তালিকা পাওয়া যায়নি। এসকল অপরাধে আনন্দ নগর এলাকায় লাকী লাচ্ছা সেমাই কারখানাকে ১০ হাজার টাকা এবং সবজি বাজার এলাকায় ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  একই অপরাধে তাজু ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার মাধ্যমে আদায়কৃত মোট অর্থের পরিমাণ ১৪ হাজার টাকা।

আগামীতেও অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান অব্যহৃত থাকবে থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর পক্ষ থেকে জানানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালাইয়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
২৯ মার্চ ২০২৪ দুপুর ০১:৫৫:৩২