• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৪৪:০১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৪৪:০১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গুইমারায় গরীবের সুপার শপে বাজার পেল পাঁচশ পরিবার

২৯ মার্চ ২০২৩ দুপুর ১২:২৯:৪৪

গুইমারায় গরীবের সুপার শপে বাজার পেল পাঁচশ পরিবার

মো. ফারুক হোসেন  (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে।

২৮ মার্চ মঙ্গলবার সকাল থেকেই গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে স্থানীয় জনসাধারণের মাঝে সর্বমোট ৫০০ পরিবারের মাঝে ১০ টাকার সুপারশপ হতে ব্যাগ ভর্তি বাজারের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়।

এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার, লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল ইসলাম পিএসসি, জি বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার নাছিফ চৌধুরী, তত্বাবধায়ক মোবারক হোসেন সহ গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তব্য সমাপনান্তে প্রধান অতিথি কর্তৃক ১০ টাকার সুপারশপ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪