• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:৪৬:০৬ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:৪৬:০৬ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেখ হাসিনার পদত্যাগে রাজস্থলীতে আনন্দ মিছিল

৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫১:৩৪

শেখ হাসিনার পদত্যাগে রাজস্থলীতে আনন্দ মিছিল

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলীতে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিল করেছে জনসাধারণ। ৫ আগস্ট সোমবার বিকাল সাড়ে তিনটা দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি, বাসস্ট্যান্ড বাঙ্গালহালিয়া ইসলামপুর শফিপুর সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে রাজস্থলী বাজারে এসে শেষ হয়।

এই মিছিলে বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকার হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করে। এ সময় তারা ‘হৈ হৈ রৈ রৈ শেখ হাসিনা গেলি কৈ, ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না’- স্লোগানে মুখরিত করে রাখে।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ছাত্র আন্দোলনের ফলে আজ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা এমন একটি দেশ দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। আমরা মনে করি, স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে তা আমরা পেয়েছি। তাই সেই আনন্দে আনন্দ মিছিল করছি।

তারা আরো বলেন, দীর্ঘ ১৬ বছরে এ দেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। শেখ হাসিনার পদত্যাগ আমাদের সে স্বাধীনতা দিয়েছে। এ দেশের মানুষ আবারও একটি স্বাধীন দেশ পেয়েছে। এই স্বাধীনতার পিছনে যারা জীবন উৎসর্গ করেছে আমরা কোনো দিন তাদের ভুলব না। আজ অনেক বছর পর নিজেকে বড্ড স্বাধীন মনে হচ্ছে। সেই আনন্দে পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছি। এই বাঁধভাঙা আনন্দ মুখে বলে বুঝানো সম্ভব নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বাস চাপায় দাদি-নাতি নিহত
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:০৭

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৭:০৭


আশুলিয়ায় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫:০২