• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০২:৩৭:০৯ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০২:৩৭:০৯ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বগুড়ায় শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশি বাধা

১ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৪৪:৫০

বগুড়ায় শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশি বাধা

বগুড়া প্রতিনিধি: হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদসহ ৯ দফা দাবি আদায়ে বগুড়ায় শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

৩১ জুলাই বুধবার পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল নিয়ে আদালত চত্বর পর্যন্ত যেতে পারেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। প্রায় দুই ঘণ্টা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সড়ক, শহিদ আবদুল জব্বার সড়ক, রোমেনা আফাজ সড়ক ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে আজ সকাল থেকেই বগুড়া আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। এ সময় জেলা জজ আদালতের প্রধান ফটক বন্ধ করে পকেট ফটক খোলা রাখা হয়। ভেতরে কোনো কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি। বিচারপ্রার্থীরা ও আইনজীবীরাও হেঁটে গেছেন আদালত চত্বরে।

বেলা ১১টার দিকে জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শিক্ষার্থীদের মিছিল নিয়ে জেলা জজ আদালত অভিমুখে রওনা দেয়। পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা রোমেনা আফাজ সড়কের মোড়ে তিন স্তরের নিরাপত্তা ঢাল তৈরি করে শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আদালত চত্বরে যেতে না পেরে আলতাফুন্নেছা খেলার মাঠ সড়কেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

‘জেগেছে যে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘তুমি কে, আমি কে, সমন্বয়ক, সমন্বয়ক’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘শিক্ষার্থীদের বুকে গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিনে নাটক, রাতে আটক’ প্রভৃতি স্লোগান দেন।

এ সময় জলেশ্বরীতলা এলাকায় কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহিদ আবদুল জব্বার সড়ক এবং কালীবাড়ি মোড় হয়ে বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়ক হয়ে জেলখানা লাবাম্বা মোড়ে গিয়ে অবস্থান নেন। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।

পরে জেলখানা লাবাম্বা সড়কে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিওপি) শিক্ষার্থী আল আরাফাত, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী অভি প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:২২:০০

দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:১০:১৪






ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৯:০৯