• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১৪:৪১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১৪:৪১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২২ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০৪:৪২

সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. হাসান (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

২২ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ৬০ বিজিবির অধিনায়ক (সিও) জাবেদ বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসান উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার দারু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। হাসান তাঁর পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি মৃত্যুকালে স্ত্রী ও চার মাস বয়সী শিশু ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ, বিজিবি, হাসপাতাল ও সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় ভারত সীমান্তের ২০৫০ পিলার এলাকায় সোমবার সকালে মো. হাসান শূন্যরেখায় যায়। এ সময় ভারতের ওই এলাকার তিন নম্বর গেইট দিয়ে এক ভারতীয় বিএসএফ এসে একটি গুলি করে। গুলিটি হাসানের পিছনে আঘাত লাগায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে। পরে ভারতের আরও দুই—তিনজন বিএসএফ এসে ওই বিএসএফকে ভিতরে নিয়ে যায়। এ সময় মো. ইয়াছিন ও ইমন মিয়াসহ স্থানীয় কয়েকজন লোক তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জারু মিয়া বলেন,  মো. হাসান তার ৫ ছেলের মধ্যে সবার ছোট। সে কৃষিকাজ করে। সোমবার সকালে বন্ধুদের সাথে ভারতে সীমান্তে গিয়েছিল। সেখানে বিএসএফের গুলিতে মারা গেছে। তার চার মাসের একটি পুত্র সন্তান রয়েছে। 

কসবা থানার উপপরিদর্শক (এস.আই) মো. সোহেল সিকদার বলেন, বিএসএফের গুলিতে মো. হাসান নামের এক যুবক মারা গেছেন। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার বলেন, সীমান্তে বাংলাদেশী যুবক বিএসএফের গুলিতে মারা যাওয়ার বিষয়টি ভারতীয় বিএসএফকে অবহিত করে পতাকা বৈঠকের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩