• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০২:১৯ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০২:১৯ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নাঙ্গলকোটের দাসনাই পাড়া গ্রামে

৩১ মার্চ ২০২৪ রাত ০৮:০৭:০৮

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নাঙ্গলকোটের দাসনাই পাড়া গ্রামে

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দাসনাই পাড়া গ্রামে। এখনো সংস্কার করা হয়নি কাঁচা সড়কটি, জনভোগান্তিতে এলাকাবাসীসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে বৃহত্তর রায়কোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পালাবদল হয়ে ভাগ্যের চাকা পরিবর্তন হলেও উন্নয়নে ছোঁয়া লাগেনি গ্রামেটিতে। বর্তমান রায়কোট উত্তর ইউনিয়নের দুই দুইবারের চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম ও শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন সড়কটি সংস্কার করার। এখনো হয়নি সংস্কার, আগামী ৫ বছরেরও এসড়কটি সংস্কার হবে কী না তা নিয়ে এখনো অনিশ্চিত স্থানীয়রা।

তারা আরো জানান, গ্রামটিতে মহিলা দাখিল মাদরাসাসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রতি বছর বর্ষা এলে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীসহ দূর দূরান্ত থেকে আশা মাদরাসা শিক্ষার্থীদের।

সামান্য বৃষ্টি হলে সড়কটির উপর দীর্ঘ কয়েক দিন ধরে জলাবদ্ধতা থাকায় মাদরাসা শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারেন না। তাই স্থানীয় ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সড়কটি সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম বলেন, রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ হয়ে রয়েছে, শীগ্রই সংস্কার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ