• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫১:১৩ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫১:১৩ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সীমান্ত দিয়ে মাছের বিনিময়ে মাদক আসার বিষয়টি অনাকাঙ্ক্ষিত: বিজিবি মহাপরিচালক

১ মার্চ ২০২৩ বিকাল ০৩:১৩:০৫

সীমান্ত দিয়ে মাছের বিনিময়ে মাদক আসার বিষয়টি অনাকাঙ্ক্ষিত: বিজিবি মহাপরিচালক

মোহাম্মদ আবির, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‘সীমান্ত দিয়ে মাছের বিনিময়ে মাদক আসে, এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা চাই কোন অবস্থাতে যেন কোন মাদক না আসে।’ ১ মার্চ বুধবার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে এসে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, আমাদের চেষ্টা করছি, মাদক যেন সীমান্ত দিয়ে কোনভাবে আমাদের দেশে প্রবেশ করতে না পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাদকের মাধ্যমে ধ্বংস না হয়ে যায়, সেইটি আমাদের মূল লক্ষ্য থাকবে।

তিনি বলেন, মাদক চোরাচালানসহ সীমান্ত হত্যা কমিয়ে নিয়ে আসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।

এ সময় সীমন্ত হত্যা সম্পর্কে জানতে চাইলে নাজমুল হাসান বলেন, সীমান্ত হত্যা কারোরই কাম্য না। কারোর কাঙ্খিত না একটা জীবন মেরে ফেলুক। তারাও (ভারত) চায় না, আমরাও চাই না। তারাও চায়, আমরাও চাই সীমান্ত হত্যা যতটুকু  নিচে নামিয়ে আনা যায়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনির (বিএসএফ) বাধার মুখে কসবা রেলস্টেশন ও সালদা নদীর ব্রিজের কাজ বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ২০১৬ সালে  কাজটি শুরু হয়ে ২০২০ সালে কাজটা বন্ধ হয়ে পরেছিল। এখন আমরা চেষ্টা করছি দ্রুত যেন সমাধান হয়ে যায়। আমাদের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরে আমার পক্ষ থেকে বিএসএফসহ সংশ্লিষ্ট সবার সাথে অফিসিয়ালি যোগাযোগ হয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুত একটি পজিটিভ ফলাফল আসবে এবং কসবা ও সালদা নদীর রেলওয়ে যে প্রজেক্ট আছে, সেগুলোতে খুব দ্রুত শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২
২৬ এপ্রিল ২০২৪ রাত ০৮:৪৩:৪৮




মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
২৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩:২৭

কুড়িগ্রামে ৮ টাকার শাড়ি-লুঙ্গির হাট
২৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:২৫


ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
২৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮:১৩