• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২১:৫৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২১:৫৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে মায়ের দুধের উপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা

২৯ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৬:৩৪

মানিকগঞ্জে মায়ের দুধের উপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ‘মায়ের দুধের উপকারিতা ও গুঁড়ো দুধের অপকারিতা, বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টিসেবা।

মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিএমএ এর জেলা সভাপতি ডা. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

এসময় তিনি বলেন, মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭ অনুযায়ী মায়ের দুধের উপকারিতা ও গুঁড়ো দুধের অপকারিতা বাস্তবায়নে কাজ করব। তবে এ আইন পরবর্তীতে যদি কেউ না মানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত মায়ের দুধের কোনো বিকল্প নেই। তাই গুঁড়ো দুধ পরিহার করে নবজাতক শিশুকে মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়া অপরিহার্য।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ তোতা, পুলিশ পরিদর্শক কহিনুর হোসেন, মেডিক্যাল অফিসার ডা. আকিকুল কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ