• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২২:০৯ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২২:০৯ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল: ডক্টর কিশোর সরকার

১৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৩৮:০৪

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল: ডক্টর কিশোর সরকার

কুমিল্লা প্রতিনিধি: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ ঘোষণা করে এ  অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। মাদকের ভয়াল ছোবল থেকে তরুণদের রক্ষা করতে এ যুদ্ধ চলছে।

১৭ ফেব্রুয়ারি শনিবার রাতে এবারের আসরের ফাইনাল পর্ব শুরু হয়। এমপি জাহাঙ্গীর আলম ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের যুব সমাজ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। এ সময় আরও উপস্থিতছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমীন সরকার, ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউপির চেয়ারম্যান ইকবাল সরকার, বাঙ্গরা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান চৌধুরী ও মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন সরকার প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর কিশোর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছি আমরা। মাদকের অভিশাপ থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত থাকার পাশাপাশি ক্রীড়ামুখী সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার মাধ্যমেই মেধার বিকাশ সম্ভব। আগামী দিনেও এমন ধরনের উদ্যোগ নেব আমরা।

উদ্বোধন শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ