• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৩৮:২৩ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৩৮:২৩ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাছের সাথে এ কেমন শত্রুতা!

৮ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:৩০

গাছের সাথে এ কেমন শত্রুতা!

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে লাগানো অর্ধশত ফলজ, বনজ ও ঔষধি গাছ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। কিন্তু গাছের সাথে এ কেমন শত্রুতা! প্রশ্ন এলাকাবাসীর।

এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ মিয়া সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে, ৭ ফেব্রুয়ারি বুধবার দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কাজটি করে বলে ধরণা করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ মিয়া জানান, সম্প্রতি বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে। এখনো বিদ্যালয়ের চারপাশের প্রাচীর নির্মাণ করা সম্ভব হয়নি। নৈশ প্রহরিও নিয়োগ করা হয়নি। এছাড়া উপজেলা শহর থেকে একটু দূরে হওয়ায় প্রায়ই রাতে এই মাঠে মাদক বিক্রেতা ও মাদক সেবীরা ভিড় জমায়।

এর আগে, ৭ থেকে ৮ জন মাদক সেবীকে পুলিশ আটকও করেছে। এ কারণে ধারণা করা হচ্ছে, রাতের আধারে মাদক বিক্রেতা ও মাদক সেবীরা এই কাজটি করেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহসিন আহমদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ