• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:৫৪:৩৪ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হয়েছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

১৬ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:০৭:৪৭

সংবাদ ছবি

সিলেট ব্যুরো: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। সব ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাব। কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না।

Ad

১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় সিলেটে পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরপর হজরত শাহজালাল ও শাহপরান (র.) মাজার জিয়ারত করেন প্রতিমন্ত্রী।

Ad
Ad

এসময় সততা ও নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভালো দক্ষতা না থাকলে বিদেশে ভালো কাজ পাওয়া যায় না। কাজেই কোন দেশ কী ধরনের জনশক্তি চাইছে, সেই বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠানো হবে।

এর আগে বিকেল ৫টা ২৫ মিনিটে দায়িত্ব পাওয়ার পর প্রথম জন্মভূমিতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। পরে শহীদ মিনার প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩:১৩




সংবাদ ছবি
ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০৪:০৭





Follow Us