• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৩:৪৫ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৩:৪৫ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিংড়ায় ৫৮ কিলোমিটার সরকারি খাল দখলমুক্ত করল প্রশাসন

১১ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:২৬:৪৪

সিংড়ায় ৫৮ কিলোমিটার সরকারি খাল দখলমুক্ত করল প্রশাসন

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সরকারি খাল-বিল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। ৯ ও ১০ জানুয়ারি দুইদিনব্যাপী অভিযানে ৫৮ কিলোমিটার দখলমুক্ত করা হয়েছে। এ সময় ২০ লক্ষ টাকার মাছ অবমুক্ত করা হয়। জব্দ করা হয়েছে চারটি শ্যালো মেশিন। একজন দখলদারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, চলনবিলের সরকারি খাল দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া, সারদানগর খাল, ইটালী ইউনিয়নের তিশিখালি, সাঁতপুকুরিয়া ও তাজপুর ইউনিয়নের জয়নগরসহ প্রায় ৫৮ কিলোমিটার খালের মাটি ও বানার তৈরির অবৈধ বাঁধ অপসারণ করা হয়। এ সময় ভুলু সরদার নামের একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে চারটি শ্যালো মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়। সরকারি খাল দখলমুক্ত করে অবমুক্ত করা হয় প্রায় ২০ লক্ষ টাকার দেশি প্রজাতির মাছ।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫