• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৫৯:৪৩ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৫৯:৪৩ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেশের সর্বশেষ আসন বান্দরবানে চলছে ভোটগ্রহণ

৭ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৩৪:৪৯

দেশের সর্বশেষ আসন বান্দরবানে চলছে ভোটগ্রহণ

বান্দরবান প্র‌তি‌নি‌ধি: বাংলাদেশের সর্বশেষ সংসদীয় আস‌ন (৩০০নং) বান্দরবানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের শা‌ন্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হ‌য়ে‌ছে।

৭ জানুয়ারি রবিবার সকাল ৮টা সময় ‌জেলার ৭টি উপ‌জেলার ১৮২টি ভোট কে‌ন্দ্রে এক‌যো‌গে শা‌ন্তিপূর্ণভা‌বে ভোটগ্রহণ শুরু হয়।

বান্দরবান সরকারি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ে আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী বীর বাহাদুর উ‌শৈ‌সিং নৌকা প্রতী‌কে এবং লামা উপ‌জেলার মধু‌ঝি‌রি সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে জাতীয় পা‌র্টির প্রার্থী এটিএম শ‌হিদুল ইসলাম লাঙ্গল প্রতী‌কে নিজ নিজ ভোট প্রদান ক‌রেন।

প্রতিবা‌রের মতো এবারও পুরু‌ষের তুলনায় নারীদের উপ‌স্থি‌তি বে‌শি দেখা গে‌ছে। সকাল থে‌কে বান্দরবান সরকারি আদর্শ প্রাথ‌মিক বিদ‌্যালয়, বান্দরবান শহর সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, হাফেজ‌ঘোনা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, যৌথ খ‌ামার সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, রেইচা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়সহ ক‌য়েক‌টি ভোট কেন্দ্র ঘু‌রে এ চিত্র দেখা গে‌ছে।

এখন পর্যন্ত জেলার কোথাও কোন ধর‌নের অপ্রী‌তিকর ঘটনা ঘটেনি জানিয়ে বান্দরবান পু‌লিশ সুপার শাহীন সৈকত ব‌লেন, এক‌টি সুষ্ঠু, সুন্দর ও নির‌পেক্ষ নির্বাচন উপ‌হার দি‌তে বান্দরবা‌নে ১৪শ’ পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগু‌লো‌তে ৩ জন ও সাধারণ কে‌ন্দ্রে ২ জন ক‌রে পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে। এর বাইরে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও র‌য়ে‌ছে।

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজা‌হিদ উদ্দিন ব‌লেন, আমরা বেশ ক‌য়েক‌টি ভোট কেন্দ্র প‌রিদর্শন ক‌রে‌ছি। এখা‌নে ভোটাররা খুব সুন্দর প‌রি‌বে‌শে ভোট প্রদান ক‌রছে। এছাড়া প্র‌ত্যেক প্রার্থীর এজেন্টরাও উপ‌স্থিত আছে।

নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার সাতটি উপজেলায় দু’টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন র‌য়ে‌ছে। এখা‌নে এবার ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। তার মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫৮৪ জন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে নৌকা প্রতীকে বীর বাহাদুর ও লাঙ্গল প্রতী‌কে এটিএম শ‌হীদুল ইসলাম প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩