• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩২:৩২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩২:৩২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দি হাজতির মৃত্যু

১৭ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৫৪:৩৮

বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দি হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিডিআর বিদ্রোহের বিচারাধীন মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক মো. খলিলুর রহমান (৬৮) নামের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ফরিদপুরের ভাঙ্গা পতিরাইল গ্রামের মৃত আ. রশিদ মাতুব্বরের ছেলে।

১৬ ডিসেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পরীক্ষা নিরীক্ষা শেষে বিকেল সাড়ে তিনটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত খলিলুর রহমান উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। শনিবার দুপুরে কারা অভ্যন্তরে স্টোক করে অজ্ঞান হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ