• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:১০:৩২ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:১০:৩২ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা, এলাকাবাসীর চেষ্টায় রক্ষা পেল খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস

১৪ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৫৫:৫১

নীলফামারীতে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা, এলাকাবাসীর চেষ্টায় রক্ষা পেল খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করে দুষ্কৃতিকারী একটি চক্র। তাদের কৌশল টের পেয়ে এলাকার লোকজন এগিয়ে এলে সেখান থেকে পালিয়ে গিয়ে রক্ষা পায় দুষ্কৃতিকারীরা। এর ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহায় পায় চিলাহাটি-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন।

১৩ ডিসেম্বর বুধবার রাতে নীলফামারী জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা প্রধানপাড়ার দোলা এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে ডোমার-চিলাহাটি পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

স্থানীয়রা জানান, রাতে ওই স্থানে রেললাইনের ক্লিপ কারা যেন খুলতে থাকে। লোহা খোলার শব্দ এলাকার লোকজনের কানে আসে। তারা টর্সলাইট নিয়ে এগিয়ে গিয়ে দেখে একদল দুষ্কৃতিকারী রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলছে। এ সময় লাইটের আলো এগিয়ে আসতে দেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দা রাজেশ্বর রায় (৩০) বলেন, ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এসময় ঘটনাস্থলে তিন থেকে চারশ’ মানুষ উপস্থিত ছিলেন। তারা সকলে বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, এলাকাবাসীর ধাওয়ায় দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিস ফিসপ্লেট ক্লিপ উদ্ধার করা হয়। বিষয়টি রেলের লোকজনকে জানালে তারা এসে লাইন মেরামত করে। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ তাকে রেল চলাচল। এর পর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখোয়াত হোসেন বাবু বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে ফিসপ্লেট ক্লিপ খেলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়। একই সময় রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস টেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ