• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১২:১৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১২:১৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগাতিপাড়ায় ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

১৩ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১২:১৫

বাগাতিপাড়ায় ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় প্রতিষ্ঠানগুলোকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

১১ ডিসেম্বর সোমবার দিনে ও রাতে র‌্যাব-০৫ (সিপিসি-২)-এর একটি চৌকশ টিমের সহায়তায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

তিনি জানান, নাটোর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এসময় উপজেলার কালিকাপুরের বাজারে কামালের গুড়ের আড়ৎকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে ১০ হাজার টাকা, শাকিলের আড়ৎকে ৩০ হাজার টাকা, আ. রাজ্জাকের গুড় আড়ৎকে ১২ হাজার টাকা জরিমানা করে অধিদফতর।

একই এলাকায় কৈচরপাড়া বাজার এলাকার জানার আড়ৎকে ৬০ হাজার টাকা, বাঁশবাড়িয়া বাজারে রহমান গুড় আড়ৎকে ১৫ হাজার টাকা, মারিয়া বাজার এলাকার বিসমিল্লাহ্ বেকারিকে ৫ হাজার টাকা ও তালতলা বাজার এলাকার ইউনুস বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোর জব্দ করা ৩ হাজার কেজি গুড় বিনষ্ট করা হয়।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কর্মকর্তা মেহেদী হাসান তানভীর। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০