• ঢাকা
  • |
  • বুধবার ৫ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৪৩:৪৬ (19-Nov-2025)
  • - ৩৩° সে:

কক্সবাজারে জলবায়ু ন্যায্যতার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

১০ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৩৮:০২

সংবাদ ছবি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও জলবায়ু ন্যায্যতার দাবিতে কক্সবাজারে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৯ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, গ্রীন কক্সবাজার ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সভায় গ্রীন কক্সবাজারের সভাপতি ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, আমাদের প্রত্যেককে, সোচ্চার হতে হবে এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে, যাতে কক্সবাজারে আর কেউ পাহাড় কাটতে না পারে।

তিনি আরও বলেন, আপনারা কোনদিন কল্পনা করেছেন যে, আপনারা কোনদিন এইরকম বিল্ডিং এ থাকতে পারবেন?  আপনারা যা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দিয়েছে আপনাদের। আপনারা প্রাথমিক বিদ্যালয় চেয়েছেন, পেয়েছেন। আপনারা কমিউনিটি ক্লিনিক চেয়েছেন, পেয়েছেন। সুতরাং আপনাদের মধ্যে যারা পরিবেশ ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, খুরুশকুলের চেয়ারম্যান জসিম উদ্দিন, কক্সবাজার পৌসভার কাউন্সিলর আক্তার কামাল, শাহিনা আক্তার পাখিসহ খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি
১৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:২১:৫৮


সংবাদ ছবি
বিশেষ সম্মাননা পেলেন মুশফিকুর রহিম
১৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:০৭:১০









Follow Us