• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৬:১০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৬:১০ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হরতাল-অবরোধে কাপ্তাইয়ে নেই পর্যটক, বোট মালিক-চালকদের মাথায় হাত

৬ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:২৯:৩৯

হরতাল-অবরোধে কাপ্তাইয়ে নেই পর্যটক, বোট মালিক-চালকদের মাথায় হাত

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই লেক পর্যটকদের কাছে সবসময় একটি আকর্ষণীয় গন্তব্য। লেকের স্বচ্ছ জলরাশি উপভোগ করতে, পাহাড়ের সৌন্দর্য্য অবলোকন এবং বিলাইছড়ি উপজেলার ঝর্ণার দৃশ্য উপভোগ করতে সারাবছরই পর্যটকের আনাগোনা থাকে কাপ্তাই জেটিঘাট-বিলাইছড়ি নৌ রুটে।

বিশেষ করে শীত মৌসুমে বেশী পর্যটকের আনাগোনা হয়। তবে বিএনপিসহ সমমনা দলের টানা হরতাল এবং অবরোধে আশঙ্কাজনক হারে পর্যটক কমেছে এই নৌ রুটে। ফলে মাথায় আকাশ ভেঙে পড়েছে এই নৌ রুটের উপর নির্ভরশীল বোট মালিক এবং চালকদের।

৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮টায় কাপ্তাই জেটিঘাট পল্টনে গিয়ে দেখা যায়, প্রায় যাত্রীশূন্য ব্যস্ততম এই ঘাঁট। শুধুমাত্র ৪-৫ জন যাত্রী অপেক্ষমান একটি বোটে বসে আছে বিলাইছড়ি যাবার উদ্দেশে। কথা বলে জানা যায়, তারা সকলে স্থানীয় অধিবাসী।

এ সময় পল্টনে কথা হয় বোট চালক নুরুল আমিন ও নুর আহমেদের সাথে। তারা বলেন, সারাবছর পর্যটক আসেন এই রুটে। অনেকেই কাপ্তাই লেক এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন আবার অনেকেই বিলাইছড়ি উপজেলার ঝর্ণা আর পাহাড় দেখতে যান। কিন্তু বিগত ১ মাস ধরে হরতাল-অবরোধের কারণে পর্যটকরা আসেন না। যেখানে আমরা বোট চালকরা প্রতিদিন গড়ে ৫০০ হতে ১০০০ টাকা আয় করতাম, এখন বেকার বসে আছি। কেউ আমাদের খোঁজ খবর রাখেন না।

বোট মালিক রিপন মিয়া বলেন, আমার ৩টি বোট প্রতিদিন পর্যটকদের নিয়ে ব্যস্ত থাকতো। প্রতিটি বোট হতে গড়ে ১ হাজার টাকা আয় হতো। এখন ঘাঁটে বোট আছে, কিন্তু পর্যটক নেই।

জেটিঘাট বোট মালিক সমিতির লাইনম্যান শীতল চন্দ্র সরকার বলেন, প্রতিদিন গড়ে ৫শ পর্যটক এই নৌ রুটে চলাচল করতো। বেশ জমজমাট ছিল এই নৌ রুট। কিন্তু হরতাল-অবরোধের কারণে বিগত এক মাস ধরে আমরা সকলেই মানবেতর জীবন যাপন করছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ