• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৪১:১১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৪১:১১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমনের ফলন ভাল হওয়ায় খুশী নীলফামারীর কৃষকরা

৫ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:১০:১০

আমনের ফলন ভাল হওয়ায় খুশী নীলফামারীর কৃষকরা

ওবায়দুল ইসলাম: নীলফামারী জেলায় এ বছর আমনের ফলন ভাল হয়েছে। কোনো প্রকার রোগ বালাই ছাড়াই এ জেলার কৃষক আমন ধান তাদের গোলায় তুলতে পেরেছে। পাশাপাশি এ বছর ধানের দামও অনেকটা বাড়তি। তাই এ জেলার কৃষকরা বেজায় খুশী।

কিশোরগঞ্জ উপজেলার কৃষক বেলাল হোসেন জানান, এ বছর আমনের ফলন ভাল হয়েছে। বাজারে ধানের দামও বেশী। দু’দিক দিয়ে এ বছর কৃষকরা লাভবান।

সৈয়দপুর পৌর এলাকার মন্ডল পাড়ার কৃষক জাকারিয়া মন্ডল জানান, এ বছর তিনি ১০ বিঘা জমিতে আমন চাষ করেছেন। ইতোমধ্যে তিন বিঘা জমির ধান গোলায় তুলেছেন। বাকি তিন বিঘা জমির ধান সোমবার কাটতে শুরু করেছেন। এ ধান কাটার জন্য তিনি ১২ জন কামলা নিয়েছেন। মজুরি হিসাবে প্রতিজনকে দেয়া হচ্ছে ৫শ’ করে টাকা। তিন বিঘা জমিতে তিনি আমন চিকন ধান লাগান। এতে ব্যয় হয়েছে তার ২৫ হাজার টাকা। তিনি তিন বিঘায় ধান পাবেন ৪৫ মন। ব্যয় বাদে তার লাভ হবে প্রায় ৩০ হাজার টাকা।

জলঢাকা উপজেলার কৃষক রজব আলি জানান, তিনি চার বিঘা জমিতে আমন চাষ করেছেন। ফলন বেশ ভাল হয়েছে। ওই ধান তিনি কয়েকদিন পূর্বেই গোলায় ভরেছেন।

ডিমলা উপজেলার কৃষক সফিয়ার রহমান জানান, ৮ বিঘা জমিতে আমন চাষ করে পুরো ধান কেটে গোলায় তুলেছেন। ফলন ভাল হওয়ায় তিনিও খুশী।

ডোমার উপজেলার কৃষক আহসান হাবিব জানান, রোগবালাই নেই এবার। ধানের ফলন দ্বিগুণের বেশী হয়েছে।

জেলা সদরের টুপামারি ইউনিয়নের কৃষক আফসার আলি জানান, কৃষি অফিস থেকে তিনি আমন আবাদে বিভিন্ন পরামর্শ পেয়েছেন। সে অনুযায়ী চাষাবাদ করে তার আমন ধানের ফলন বেশ ভাল হয়েছে।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুবন জানান, ইতোমধ্যে জেলায় ৫০ হাজার ৭৯৫ হেক্টর জমির আমন ধান কাটা হয়েছে। বাদ বাকি জমির ধান কয়েক দিনের মধ্যে কাটার কাজ সম্পন্ন হতে পারে।

কৃষি দফতর জানায়, এ বছর ১ লাখ ১৩ হাজার ১৭২ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। যা গত বছর ছিল ১ লাখ ১৩ হাজার ১০৫ হেক্টর জমি। ৬৭ হেক্টর জমিতে আবাদ বেশী হয়েছে।

কৃষি দফতর আরও জানায়, বিভিন্ন জাতের মধ্যে উফশি ৯১ হাজার ২৬৬ হেক্টর, স্থানীয় জাত ৩৪৩ হেক্টর এবং হাইব্রিড ২১ হাজার ৫৬৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৪২৮ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম জানান, কয়েক বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। গত বছরের চেয়ে ৬৭ হেক্টর বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ