• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৯:৩২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৯:৩২ (11-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে খুশি নলডাঙ্গার কৃষকরা

২২ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:২৭:৫৯

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে খুশি নলডাঙ্গার কৃষকরা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় আগাম গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সাফল্য পেয়েছেন শতাধিক কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রণোদনা কর্মসূচির আওতায় নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ চাষ করে মিলেছে ভালো ফলন। ইতিমধ্যে খেত থেকে পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে। বাজারে সেই পেঁয়াজের ভালো দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকদের মুখে।

উপজেলার মোমিনপুর গ্রামের কৃষক আয়ুব আলী নরশৎপুর মাঠে ৪৫-৫০ হাজার টাকা খরচ করে ১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। তিনি জানান, এই জমি থেকে ৭০-৮০ মণ ফলন পাওয়ার আশা করছেন। যার বর্তমান বাজারমূল্য ২ লাখ টাকা। এখন তিনি জমি থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছেন।

আয়ুবের মতো উপজেলার ১০০ কৃষক উপজেলা কৃষি অফিসের প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, টাকা পেয়ে চাষে নেমে একই সাফল্য পেয়েছেন বলে জানা গেছে। এ সাফল্য দেখে স্থানীয় অনেক কৃষক পেঁয়াজ চাষে আগ্রহ দেখাচ্ছেন।

জানা যায়, পেঁয়াজ মূলত শীতকালীন ফসল। বছরে একবার আবাদ হওয়ায় প্রতিবছর গ্রীষ্ম ও শীতের শুরুতে এর সংকট দেখা দেয়। সংকট মোকাবিলায় বিদেশ থেকে আমদানি করতে হয়। এমন অবস্থায় গত ২ বছর নলডাঙ্গায় সীমিত পরিসরে ১০০ কৃষককে দিয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করানো হচ্ছে। এতে চারা রোপণের ৯০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। নতুন এ কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে তা দেশে পেঁয়াজের ঘাটতি মোকাবিলায় ভূমিকা রাখবে এবং কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস বলেন, আমরা জানতে পেয়েছি কৃষি মন্ত্রণালয় থেকে আবারও আগাম গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এ এলাকায় চাষিরা নতুন জাতের পেঁয়াজ উৎপাদনের জন্য খুব আগ্রহী। এ পেঁয়াজ প্রতি বিঘায় ১০০ থেকে ১৫০ মণ উৎপাদন সম্ভব।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩