• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ১০:২০:৪৮ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ১০:২০:৪৮ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকাস্থ সোনাগাজী সমিতির শিক্ষাবৃত্তি উদ্বোধন

১২ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯:৫৭

ঢাকাস্থ সোনাগাজী সমিতির শিক্ষাবৃত্তি উদ্বোধন

ফেনী প্রতিনিধি: ঐতিহ্যবাহী ঢাকাস্থ সোনাগাজী সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার সকালে ফেনীর হোটেল বেস্টইন কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোনাগাজী সমিতির সহ-সভাপতি মাহবুবুল হক মিল্লাতের সভাপতিত্বে ও সোনাগাজী সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরি মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য ও সোনাগাজী সমিতির সভাপতি লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরি। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সোনাগাজী উপজেলার বিভিন্ন স্কুল/মাদরাসা থেকে পাশ করা সোনাগাজীর অনেক কৃতি সন্তান সরকারি-বেসরকারিভাবে এবং প্রবাসে থেকে সোনাগাজী তথা দেশের উন্নয়নে অবদান রাখছেন। সোনাগাজী উপজেলায় শিক্ষার মান আরও উন্নয়নের জন্য সোনাগাজী সমিতির উদ্যোগে এই শিক্ষাবৃত্তি আয়োজন করা হয়েছে।

শিক্ষাবৃত্তির উদ্দেশ্য প্রসঙ্গে তারা জানান, তাদের উদ্দেশ্য হলো- শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামুলক মনোভাব তৈরি করা, সুবিধা বঞ্চিত, দরিদ্র ও মেধাবিদের উৎসাহ প্রদান করা, মানসম্পন্ন ও উচ্চ শিক্ষায় সহায়তা করা ও পিছিয়ে পড়া প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করা।

এসময় ৬ষ্ঠ, ৭ম, ৮ম  ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তির আওতায় থাকবে এবং বৃত্তি প্রকল্প স্থায়ী ও প্রতিবছর চালু রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদরাসা সুপার, ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সোনাগাজী সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন রিংকুর সম্পাদনায় সোনাগাজী সমিতির বিভিন্ন কার্যক্রমের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩