• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০৩:২৮:৩৫ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০৩:২৮:৩৫ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাঘাটায় শীতার্তদের মাঝে নারী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

১২ জানুয়ারী ২০২৩ দুপুর ১২:১২:১০

সাঘাটায় শীতার্তদের মাঝে নারী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সাঘাটা প্রতিনিধি : শীত এলেই কাবু হয়ে পড়েন উত্তরের জেলা গাইবান্ধার মানুষ। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় বাড়তে থাকে শীতের দাপট। প্রতি শীতে অসহায় হয়ে পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতে অসহায় মানুষকে উষ্ণতা দিতে এগিয়ে এসেছে নারী ফাউন্ডেশন বাংলাদেশ।

নারীর কল্যাণে, নারীর পাশে এই স্লোগানকে সামনে রেখে নারী ফাউন্ডেশন বাংলাদেশ নামের সংগঠনের আত্নপ্রকাশ উপলক্ষে মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মেছটে দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা রানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের সদস্য প্রভাষক মোঃ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান মোঃ রোস্তম আলী আকন্দ।

প্রধান অতিথি মোঃ শাখাওয়াত হোসেন বলেন, শীতকাল যখন ঘনিয়ে আসে, তখন আমাদের এলাকার অসহায় ও গরীব জনগণের মাঝে দুশ্চিন্তা পেয়ে বসে, তীব্র শীতে তারা কীভাবে নিজেকে মানিয়ে নিবে এই আশঙ্কায়। তীব্র কুয়াশা, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে অসহায় দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টের সীমা থাকে না। শীতের এই দুঃসময়ে নারী ফাউন্ডেশন বাংলাদেশ বেশ মানবিক কাজ করেছে কম্বল দিয়ে।

সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা রানী বলেন, আমাদের চারপাশে অনেক অসহায় গরিব দরিদ্র মানুষ আছে। এই তীব্র শীতে শীতার্তদের কথা বিবেচনায় রেখেই আমার সাধ্য অনুযায়ী  এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমাদের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:২২:০০

দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:১০:১৪






ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৯:০৯