• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২৯:৩৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২৯:৩৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে আদা ও রসুনের দাম

১০ নভেম্বর ২০২৩ সকাল ১০:২০:০৬

সৈয়দপুরে সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে আদা ও রসুনের দাম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌর সবজি বাজার, পাশে রেলওয়ে গেট বাজার এবং শহরের বাইপাস মহাসড়কের কোল ঘেঁষে কাঁচামালের পাইকারী আড়ৎ। একই পণ্যের দাম তিন বাজারে তিন রকম। মেইন আড়তে যত দাম তার চেয়ে বেশি খুচরা দোকানে। আবার খুচরা দোকানের চেয়ে আরও বেশি দাম মহল্লার দোকানে। 

৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে  সৈয়দপুর পৌর সবজি বাজার গেলে দেখা যায়, দেশি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, বড় আলুর কেজি কমে হয়েছে ৪০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে (লম্বা) ৫০ টাকা কেজি ও গোল বেগুন ৩০ টাকা কেজি। শিমের কেজি এখনও ৬০ টাকা। যেকোনো শাক কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা। লাউ ছোট আকারের একটির দাম ৩০ টাকা। এছাড়াও করল্লার কেজি ৬০ টাকা, মূলার কেজি ৫০ টাকা, ঢেঁড়শের কেজি ৭০ টাকা, পেঁপের কেজি ৩০ টাকা, ফুলকপির কেজি ৪০ টাকা, বাঁধা কপি ৫০ টাকা, কাঁচা কলার হালি ৩০ টাকা, কাঁচা মরিচ কেজি ১৬০ টাকা ও দেশি পেঁয়াজ বাজার থেকে উধাও হয়ে গেছে তবে, বারো মিশালী পেঁয়াজের কেজি এখনও ১৪০ টাকা।

বিভিন্ন সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে আদা ও রসুনের দাম। সৈয়দপুর বাজারে এক কেজি রসুন বিক্রি করা হচ্ছে ৩০০ টাকা আর আদার কেজি ৩২০ টাকা।

সৈয়দপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নুল হক বলেন, দাম বাড়লে আমরা কী করবো। আমরা মূল আড়ত থেকে পণ্য ক্রয় করি বেশি দামে, তাই খুচরা বাজারে আমাদের বেশি দামে বিক্রি করতে হয়। তারপরও দিনের মাল দিনে বিক্রি করতে না পারলে আমাদের লোকসান গুনতে হয়। কারণ কাঁচা মাল বেশি সময় থাকলে পঁচে নষ্ট হয়ে যায়।

বাজার করতে আসা ক্রেতা সামিউল হক বলেন, কী আর করবো, বাজার এলে মাথা কাজ করে না। দুই হাজার টাকা দিয়েও ছোট একটি কাপড়ের ব্যাগ ভর্তি হয় না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩