• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৪:৪২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৪:৪২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জ আদালতে মাদকের আলামত ধ্বংস

১৯ অক্টোবর ২০২৩ সকাল ১০:০৩:২২

নারায়ণগঞ্জ আদালতে মাদকের আলামত ধ্বংস

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট আদালতের নিয়মিত মাদক ধ্বংস কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার বিনষ্টযোগ্য জব্দকৃত ৪৭টি মামলার আলামত মাদক ধ্বংস করা হয়েছে।

অক্টোবর ১৮ বুধবার বিকালে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে মাদক ধ্বংস বিষয়ক কমিটির সদস্যদের উপস্থিতিতে পুলিশ সদস্যরা এসব আলামত ধ্বংস করেন। জব্দকৃত ৪৭টি মামলার আলামতের মধ্যে ছিল ৬৭ কেজি গাঁজা, ২৪ হাজার ৭৩২ পিস ইয়াবা, ৬’শ ৩৪ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৩২১ পুরিয়া হিরোইন ও ১ হাজার ১১৮ লিটার চোলাই মদ।

নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান বলেন, জেলার বিভিন্ন থানার মামলায় যেসব আলামত জব্দ করা হয় তার কিছু নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়, আর বাকী আলামতগুলো ধ্বংস করা হয়ে থাকে। এটি আমাদের নিয়মিত মাদক ধ্বংস কার্যক্রমের একটি অংশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদক ধ্বংস বিষয়ক কমিটির সদস্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান মোল্লা ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোনালিসা সনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪